বাংলাদেশ প্রসঙ্গে আবেগঘন পোস্ট দিয়ে বিতর্কে টালিউড তারকা অঙ্কুশ

এফএনএস বিনোদন | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৫:৩৭ পিএম
বাংলাদেশ প্রসঙ্গে আবেগঘন পোস্ট দিয়ে বিতর্কে টালিউড তারকা অঙ্কুশ

ভারত-পাকিস্তানকে কেন্দ্র করে বর্তমান ভূরাজনৈতিক উত্তাপ যেন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই-তেজ ছড়াচ্ছে বিনোদন জগতেও। এই দ্বন্দ্বের আবহে দুই দেশের তারকারাও সরব হয়েছেন নিজ নিজ অবস্থান থেকে। এমন উত্তাল সময়েই বাংলাদেশকে নিয়ে একটি আবেগঘন স্মৃতিচারণ করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে ভিন্ন আবহে এমন পোস্ট করে প্রশংসার পাশাপাশি তোপের মুখেও পড়তে হয় তাকে। শেষমেশ সেই পোস্টটি মুছে ফেলেন অঙ্কুশ।

টালিউডে অঙ্কুশ হাজরার জনপ্রিয়তা যেমন প্রবল, তেমনি বাংলাদেশের দর্শকদের মাঝেও রয়েছে তার বিশাল অনুরাগী ভক্তগোষ্ঠী। মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো তারকাদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করে দেশের প্রেক্ষাগৃহেও নজর কেড়েছেন তিনি। বাংলাদেশের শুটিং স্পট, আতিথেয়তা ও দর্শকপ্রেমে বরাবরই মুগ্ধ এই অভিনেতা।

সম্প্রতি অঙ্কুশ তার ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পুরনো ছবি শেয়ার করেন, যেটি ছিল প্রায় ১১ বছর আগের বাংলাদেশ সফরের সময়কার। ক্যাপশনে লেখেন-

“হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।”

এই পোস্টে যেমন বাংলাদেশের ভক্তরা আপ্লুত হয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন, তেমনি কিছু ভারতীয় নেটিজেন বিষয়টিকে রাজনৈতিক আবেগে টেনে কটাক্ষ করতে শুরু করেন। চলমান ভারত-পাকিস্তান টানাপড়েন ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের জাতীয়তাবাদী আবেগের মাঝে অঙ্কুশের বাংলাদেশ-প্রেম অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়।

বিতর্ক বাড়তে থাকলে, অভিনেতা চুপিসারে পোস্টটি মুছে ফেলেন। যদিও তার তরফ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে অনেকে মনে করছেন, রাজনৈতিকভাবে স্পর্শকাতর সময়ে এমন পোস্ট তার পেশাদার অবস্থান ও জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে-এই আশঙ্কা থেকেই হয়তো এই সিদ্ধান্ত।

তবে গুগলের ক্যাশ রেকর্ড অনুযায়ী, পোস্টটি লাইভ থাকা অবস্থায় তাতে প্রায় ৪৫ হাজার প্রতিক্রিয়া পড়েছিল, যা অঙ্কুশের সোশ্যাল মিডিয়া পোস্টের গড় ট্রেন্ডের চেয়ে অনেক বেশি। পোস্টটি মুছে ফেললেও, অঙ্কুশের বাংলাদেশ-ভক্তদের মনে তার এই স্মৃতিচারণ স্থান করে নিয়েছে গভীরভাবে।

এই ঘটনাটি প্রমাণ করে, বিনোদনের মানুষরাও কতটা সংবেদনশীল অবস্থানের মধ্যে চলাফেরা করেন। অঙ্কুশের পোস্ট হয়তো সাময়িক সময়ের জন্য সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু তাতে তার হৃদয়ের বাংলাদেশ-প্রেম কোথাও হারিয়ে যায়নি-এমনটাই মনে করছেন তার ভক্তরা।

আপনার জেলার সংবাদ পড়তে