পতাকা বৈঠকে ৯ বাংলাদেশীকে হস্তান্তর, থানায় সোপর্দ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১২ মে, ২০২৫, ০১:৩৫ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৬:০১ পিএম
পতাকা বৈঠকে ৯ বাংলাদেশীকে হস্তান্তর, থানায় সোপর্দ

বাংলাদেশী নাগরিক (শ্রমিক) বিভিন্ন সময় দিনমজুর কাজের জন্য ভারতে গিয়ে শুক্রবার (৯ মে) বিকাল ৪টায় কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার সময় ভারতীয় বিএসএফ কর্তৃক আটক হয়। পরবর্তীতে বাংলাদেশ ও ভারত পতকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সিমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে বিকাল ৪টা ৪৫ মিনিটে হস্তান্তর করে। 

এরপর সন্ধ্যা ৭টার সময় আটককৃতদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরীগঞ্জ সিমান্ত ফাঁড়ি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সাইফুল ইসলাম।

থানায় সোপর্দকৃতরা বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনৌর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদুর রহমানের ছেলে আরমান আলী (২৫) ও কাজল ইসলাম(২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩), সাহাজুল ইসলাম এর ছেলে মোঃ রিপন ইসলাম (২৭)। 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর জানান, এ ব্যাপারে বিরল থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পার্সপোর্ট আদেশ ১১ (১) ক ধারায় একটি মামলা নং- ৪/১৩০, তারিখ- ০৯.০৫.২০২৫ ইং দায়ের করা হয়েছে। ধৃত আসামীদের শনিবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে