চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডভিলহান্ট অপারেশনে ২ শিক্ষকসহ ৪জন আটক হয়েছে। ৯ মে শুক্রবার দিবাগত রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেছে নাচোল থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। আটককৃতরা হলেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন ও ডিমকইল গ্রামের গুল মোহাম্মদের ছেলে আওয়ামীলীগ নেতা বাবুল হক।