খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় কৃষক খেত মজুর সমিতির দিঘলিয়া উপজেলা শাখার এক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ( ১০ মে) সকাল ১১ টায় জাতীয় কৃষক খেত মজুর সমিতির দিঘলিয়া উপজেলা শাখার আহবায়ক শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে কৃষি ও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ স্লোগানকে সামনে নিয়ে এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেত মজুর সমিতি খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ সমরেশ চন্দ্র রায়। এ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেত মজুর সমিতি খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীগণ। উক্ত সম্মেলনে উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ৮ দফা দাবি পেশ করেন। দবীগুলো হলোঃ (১) সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমাও, (২) সরকারিভাবে ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র চালু কর, (৩) কৃষক ও খেতমজুরদের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু কর, (৪) সরকারিভাবে বিনামূল্যে সেচের ব্যবস্থা চালু করতে হবে, (৫) খেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা ও ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে, (৬) ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা নিঃশর্ত মওকুফ করতে হবে, (৭) তহসীল অফিসের (ভূমি অফিসের)সকল জটিলতা ও ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে, (৮) গবাদি পশু, মৎস্য ও পোল্ট্রি খাবারের দাম কমাতে হবে।
এ সময় উপস্থিত বক্তাগণ কর্তৃক কৃষক ও খেত মজুরদের অধিকার রক্ষায় সকলকে একতাবদ্ধ হওয়া এবং সারা দেশব্যাপী সম্মেলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বর্ণিত ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।