উপকুলে দুর্যোগে সচেতনতা বৃদ্ধিতে কয়রায় উত্তরণের মাঠ মহড়া

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৮:১২ পিএম
উপকুলে দুর্যোগে সচেতনতা বৃদ্ধিতে কয়রায় উত্তরণের মাঠ মহড়া

উপকূলীয় জনপত খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের  মদিনাবাদ মডেল সরকারি  মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (১০মে) বিকাল ৪ টায় ঘূর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক এক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ”অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউএফপির আথিক সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে এই মহড়া অনুষ্ঠিত হয়। অদিতি'র পরিবেশনায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা বাবস্থাপনা বিষয়ক মাঠ মহড়ায় প্রায় ১ হাজার মানুষ উপস্থিত হন। এই মাঠ মহড়ার পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন  কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সিপিপির ডেপুটি টিম লিডার মনিরা রউফ, ইউনিট ডেপুটি টিম লিডার তাসমিলা খাতুন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী ছাবেকুন্নার, কো-অর্ডিনেটর শেখ রোদোয়ানুল ইসলাম,উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর অমিত কুমার মন্ডল,  সাংবাদিক জিএম   নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, ফরহাদ হোসেন, মিজানুর রহমান  লিটন, মুশফিকুর রহমান লাভলু প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় যে, জ্তিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পেরটি শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন ঘূর্নিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়, উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অনেক বিষয়ে।  এ সময় মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি দুর্যোগ প্রবন এলাকা কয়রা উপজেলার মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে