জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলো সৌমিত্র সাহা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৮:২৩ পিএম
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলো সৌমিত্র সাহা

চাঁদপুর শহরের পুরানবাজারে অবস্থিত  ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রি কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার পেয়েছে। শনিবার ১০ মে,২০২৫  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান। 

উল্লেখ্য, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রি কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে এই পুরস্কার লাভ করে। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,  প্রশিক্ষকবৃন্দ ও তার মা-বাবার অসামান্য অবদান রয়েছে ।

সৌমিত্র সাহা নীলাদ্রি ২০২৫ সালেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গল্প বলা ইভেন্টে  চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে। তার শিক্ষকগণ আশাবাদী সে এবছরও এই ইভেন্টে জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে। তাঁরা সৌমিত্রের জন্য দোয়া চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে