কলমাকান্দায় নদীর পাড়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ১২:১২ পিএম
কলমাকান্দায় নদীর পাড়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উব্দাখালি নদীর তীর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার (১১ মে) সকালে কলমাকান্দার মনতলা গ্রামের অজন্তা অটো রাইস মিলের পেছনে নদীর পাড়ে এই ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা পুলিশকে অবগত করিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ ফিরোজ হোসেনের  সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশ থানায় নিয়ে আসবে। পরে দেখা যাবে আসল রহস্য কি।

আপনার জেলার সংবাদ পড়তে