কালীগঞ্জে আধুনিক পদ্ধতিতে আখচাষ বিষয়ক সম্মেলন

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ১২:৩০ পিএম
কালীগঞ্জে আধুনিক পদ্ধতিতে আখচাষ বিষয়ক সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জে আধুনিক কলাকৌশল প্রয়োগে লাভজনক পদ্ধতিতে আখচাষ বিষয়ক আখচাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দুলালমুন্দিয়া ফার্মাস এগ্রো এন্ড ফিসারিজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফার্মাস এগ্রো এন্ড ফিসারিজ এর প্রোপাইটার আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ও প্রধান আলোচক ছিলেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্ট্যান্ডার্ড চাটাড ব্যাংকের অফিসার রেদোয়ান আহমেদ ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিলের উপব্যবস্থাপক মহিদুল আলম। 

সম্মেলনে উপস্থিত আখচাষি ওহিদুল ইসলাম, কামাল হোসেন ও শুকুর আলী বলেন, ধান ভুট্টার সাথে মিল রেখে আখের মূল্য বৃদ্ধি করতে হবে। ন হলে স্বল্প সময়ে অধিক লাভজনক ফল ও ফসল চাষ বৃদ্ধির ফলে আখচাষে কৃষকরা আগ্রহ হারাবে।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল বলেন, ভালো জমি ও আখের জাত এবং সঠিক পরিচর্যা পেলে অন্য ফল ফসলের থেকে আখচাষ বেশি লাভজনক বলে উল্লেখ করেন। আখচাষে অধিক লাভ পেতে হলে আধুনিক কলাকৌশল প্রয়োগ করতে হবে। তিনি এ বিষয়ে একটি ডিজিটাল কনটেন্ট কৃষকদের সামনে উপস্থাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে