ভাঙ্গুড়ায় বিএনপি অফিস ভাংচুর মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (মোঃ মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া, পাবনা): | প্রকাশ: ১১ মে, ২০২৫, ১২:৫৩ পিএম
ভাঙ্গুড়ায় বিএনপি অফিস ভাংচুর মামলায় আ'লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিস ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রসুল পান্ডুকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার ( ১০ মে ) ভোর ৫ টার দিকে  বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পান্ডু পৌরসভার সরদারপাড়া মহল্লার মৃত গোলাম ইয়াছিনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাবেক এমপি পুত্র গোলাম হাসনাইন রাসেলের অনুসারী।

তার বিরুদ্ধে, সাবেক এমপি পুত্র রাসেলের নির্দেশে এলাকায় ভূমি জরিপ সংক্রান্ত সালিশ বাণিজ্যের বহু অভিযোগ রয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেপ্তারকৃত পান্ডু উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া ওয়ার্ড বিএনপির অফিসে হামলা মামলার অজ্ঞাত আসামি। ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে । দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে