লক্ষ্ণীছড়ি জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০১:২১ পিএম
লক্ষ্ণীছড়ি জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

জানা যায়, লক্ষ্ণীছড়ি জোনের দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছিল গোপন সূত্রে এমন খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়।

১১মে মধ্যরাতে আনুমানিক ২ঘটিকার সময় লক্ষ্ণীছড়ি জোন সদর হতে ২টি বি টাইপ টহল দল উক্ত বাড়িতে অবরোধ এবং তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করার সময় ঐ বাড়ি থেকে ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমা’কে (২৮) অস্ত্রসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম ২টি মোবাইল ফোন (১ টি স্মার্ট মোবাইল ফোন এবং ১ টি বাটন মোবাইল ফোন), ১ টি নোট বুক এবং ১ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে লক্ষ্ণীছড়ি থানায় উদ্ধারকৃত অস্ত্র এবং মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লক্ষ্ণীছড়ি থানার অফিসার ইনচার্জ মু, খালেদ হোসেন জানান, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে