দেবহাটায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৪:২১ পিএম
দেবহাটায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

দেবহাটা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামী আটক হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং দেবহাটা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এএসআই রফিকুল ইসলাম, এএসআই শফিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে ২০২৫ ইং তারিখ রাত অনুমান সাড়ে ১১টার দিকে দেবহাটা থানার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর এলাকা থেকে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মাঝ সখিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে তানভির আহমেদ @ সোহেল কে গ্রেফতার করেন। তাকে ১১ মে ২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে