রাজনগরে প্রাথমিক শিক্ষা সাপ্তাহ ২০২৫ পালিত

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৪:৪৪ পিএম
রাজনগরে প্রাথমিক শিক্ষা সাপ্তাহ ২০২৫ পালিত

মৌলভীবাজারের রাজনগরে প্রাথমিক শিক্ষা সাপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য  বিষয় "মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১০মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও উপজেলা  প্রাথমিক  শিক্ষা অফিস এ আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নেয়ামত উল্ল্যার  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল হামিদ,  পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা গোলাম রব্বানী খান, ইউ আর সি ইনস্ট্রাক্টর মোঃ আতিকুর রহমান, উপজেলা  প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আহমদ আলী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল, জেলার শ্রেষ্ঠ প্রধান  শিক্ষক ও ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানা ও পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ দাস প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ছাড়াও  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে