কমলগঞ্জে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৫:১৯ পিএম
কমলগঞ্জে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে শনিবার (১০মে) বাছাইকৃত (অগ্রসর) কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের আয়োজন করে।  কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে সকাল ৯.৩০ মিনিট থেকে শুরু হয়ে দিনব্যাপী এ  শিক্ষা শিবির চলে। 

কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষা-শিবিরে দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার শুরা সদস্য ও পৌরসভার আমির হাফেজ মাও তাজুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আমির আলী  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর , কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও সোলায়মান হোসেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মনসুর মিয়া কমলগঞ্জ পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হাই, কমলগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মাও সাইফুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে