চৌগাছায় জামায়াতের শোকরানা মিছিল

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৬:২৮ পিএম
চৌগাছায় জামায়াতের শোকরানা মিছিল

বাংলাদেশ আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষণা করায় যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের কামিল মাদ্রাসা ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, শ্রমিক নেতা তুহিনুর রহমান, মাস্টার ইমদাদুল হক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে