সেবার মান প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় স্পীড ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের "ভাঙ্গুড়া হাব" উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর সদরে বড়াল ব্রিজ রেল স্টেশনের দক্ষিণে প্ল্যাটফর্মের নিচে এ হাবের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন দেওভোগ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আইয়ুবুর রহমান বিশ্বাস।
স্পীড ফাস্ট কুরিয়ার লিমিটেড ভাঙ্গুড়া হাবের ব্যবস্থাপনা পরিচালক রকিব খান পলাশ বলেন, সারাদেশে একযোগে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের ৪৯৫টি হাব চালু হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপস ও সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকরা সহজেই বুকিং ও ট্র্যাকিং সুবিধা পাবেন।
তিনি আরও জানান, এখান থেকে সারাদেশের যেকোনো স্থান থেকে মানুষ কম খরচে পণ্য আনা-নেওয়া করতে পারবে। বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।