পীরগাছায় জলবায়ু সম্পর্কে কমিউনিটি মিটিং

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৫ এএম
পীরগাছায় জলবায়ু সম্পর্কে কমিউনিটি মিটিং

রংপুরের পীরগাছায় জেন্ডার সচেতনতা ওয়াশ এবং জলবায়ু ন্যায্যতা সম্পর্কে কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সমাজ সেবা কার্যালয় এবং স্থানীয় মকসুদ খাঁ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পৃথক পৃথক ভাবে কমিউনিটি মিটিংয়ের আয়োজন করা হয়। ভয়েস এন্ড ভিউজ এবং জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা সমাজ সেবা অফিসে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক। অপরদিকে মকসুদ খাঁ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের অনুষ্ঠানে বক্তব্য দেন, জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি খাদিজা পারভীন, রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি নুর আলম, মকসুদ খাঁ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ শামীমা আকতার, কেন্দ্রের সভাপতি ও স্থানীয় মহিলা সংরক্ষিত ইউপি সদস্য নাজমা বেগম, অগ্রযাত্রা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি আব্বাছ আলী প্রমুখ।  

আপনার জেলার সংবাদ পড়তে