সৈয়দপুরে মসজিদের জায়গা উদ্ধারে মুসল্লিদের বিক্ষোভ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৬:৫৪ পিএম
সৈয়দপুরে মসজিদের জায়গা উদ্ধারে মুসল্লিদের বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুরে মুন্সিপাড়া জান্নাতুল জামে মসজিদের দেড় শতক জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে প্রতিবেশী রাজু ও জুয়েল নামে দুই ভাই। জায়গা উদ্ধারে বিক্ষোভ করে মুসল্লীসহ স্থানীয় জনতা। এ সময় দখলকারীরা ২৪ ঘন্টার মধ্যে মসজিদের জায়গা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিকে মুসল্লীরা শান্ত হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও মসজিদের জায়গা ছেড়ে দেয়নি দখলকারীরা। এতে ক্ষোভ বিরাজ করছে মুসল্লীসহ স্থানীয় জনতার মাঝে।

মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী ও সমাজসেবক আকতার হোসেন ফেকু জানান, মসজিদের জায়গা ওই দুই ভাই দখল করে স্থাপনা নির্মাণ করছে। ফ্যাসিস হাসিনা সরকারের আমলে এলাকায় এদের দাপট ছিল চোখে পড়ার মত। তিনি দ্রুত সময়ে মসজিদের জায়গা ছেড়ে দেয়ার আহবান জানান। জমি উদ্ধারে তিনি প্রশাসনসহ সকলের সহযেগিতা প্রত্যাশা করেন। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইরফান আশরাফী ও গোলাম আহমেদ চুন্নু বলেন রাতের অন্ধকারে রাজু ও জুয়েল মসজিদের জায়গা দখল করে অন্যায় করেছে। এটি ন্যাক্কারজনক কাজ। তারা মসজিদের জায়গা উদ্ধারে সৈয়দপুরবাসীর সহযোগিতা চান।

আপনার জেলার সংবাদ পড়তে