বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল হোসেন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১১ মে) দুপুরের দিকে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে। সে বেনাপোল বলফিল্ডের সামনে সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টর বাইসাইকেল আরোহীর ইসমাইল হোসেনকে ধাক্কা দিলে তিনি রাস্তা ওপর ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপেক্স নাভারণে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।