পোরশায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০১:৫৪ পিএম
পোরশায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

নওগাঁর পোরশায় আব্দুল আলিম ডালিম (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র বিষপানে মাদ্রাসা ছাত্র আত্নহত্যা করেছে। সে উপজেলার ছাওড় ইউনিয়নের ছাওড় দারুল হেদায়া কওমী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রাইহোগাঁ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

জানাগেছে, সে মাদ্রাসার আবাশিক ছাত্র ছিল। রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে সকলের অগোচরে সে বিষপান করে। জানতে পেয়ে রাতেই তার সহপাঠি এবং শিক্ষকগণ অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সে রাত আনুমানিক সোয়া ৯টায় মারা যায়। তার বিষপানের কারন জানা যায়নি। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই লাশ উদ্ধার করে সোমবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে