চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নব-গঠিত এডহক কমিটিকে বরণ

এফএনএস (ইকবাল হোসেন সুমন; নোয়াখালী) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০১:৫৮ পিএম
চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নব-গঠিত এডহক কমিটিকে বরণ

নোয়াখালী জেলার পশ্চিমে অবস্থিত বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে ফুলের শুভেচ্ছায় বরণ করা  হয়েছে।সোমবার সকাল ১১টায় স্কুলের হলরুমে প্রধান শিক্ষক ও সদস্য সচিব ফখরুল ইসলামের সভাপতিত্বে নব-নির্বাচিত সভাপতি আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নীর জুমলা মিঠুকে ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়াও সভাপতিকে সামাজিক সংগঠন প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের পক্ষ থেকেও ফুল দিয়ে বরণ করা হয়। এই সময় বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি, সদস্য মোঃ নূর হোসেন মানিক। শিক্ষক প্রতিনিধি সদস্য এস এম শামছুল আলম, এ সময় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপি, যুবদলে,ছাএদল,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে