সুজানগর বাজারের প্রধান সড়ক ব্যবসায়ীদের দখলে

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৪:২৫ পিএম
সুজানগর বাজারের প্রধান সড়ক ব্যবসায়ীদের দখলে

সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দিনের পর দিন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। এতে সড়কটি দিয়ে যানবাহন এবং জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে।

সরেজমিন খোঁজ-খবর নিয়ে দেখা যায়, পৌর বাজারের প্রধান ওই সড়কের দক্ষিণ পাশে রয়েছে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। আর ওই সকল ব্যবসা প্রতিষ্ঠানের কতিপয় মালিকেরা দিনের পর দিন জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দখল করে অবাধে ব্যবসা-বাণিজ্য করছেন। এতে সড়কটি দিয়ে বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহনসহ জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। সুজানগর পৌরসভার ভবানীপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন সড়কটি দিয়ে জনসাধারণ এবং যানবাহন চলা নির্বিঘ্ন করতে গত বছর সড়ক ও জনপথ বিভাগ পৌরসভা তথা পাবনা-সুজানগরের প্রধান ওই সড়ক বেশ চওড়া করেন। আর এ সুযোগে ওই সকল অসাধু ব্যবসায়ীরা সড়কের বেশ খানিকটা জায়গা দখল করে তাদের ইচ্ছামতো ব্যবসা বাণিজ্য করছে। বিশেষ করে পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন প্রকার হস্তক্ষেপ না করায় ব্যবসায়ীরা অবৈধভাবে ওই সড়ক দখল করে অবাধে ব্যবসা-বাণিজ্য করছে। অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য করার কারণে প্রায়ই সড়কটিতে যানজট সৃষ্টি  হয়। এ সময় দুর্ভোগ পোহাতে হয় সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহনের পাশাপাশি বাজারে আগত জনসাধারণের। সেই সঙ্গে সড়ক দিয়ে চলাচল করা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সীমাহীন দর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন জনগণের চলাচলের সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য চলতে পারেনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে