ভালুকায় বকেয়া বেতন ভাতার দাবীতে মহাসড়ক দুই ঘন্টা অবরোধ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৫:১৫ পিএম
ভালুকায় বকেয়া বেতন ভাতার দাবীতে মহাসড়ক দুই ঘন্টা অবরোধ

গতকাল সোমবার দুপুরে ভালুকা উজজেলার কাঠালী গ্রামে রোর পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রসাশন,সেনাবাহিনী,পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ২৫ মে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয় । 

শ্রমিকরা জানান গত ২৬ মার্চ ১৩ শত শ্রমিকদের দুই মাসের বেতন,ঈদ বোনাস সহ অন্যান্য পাওনা পরিশোধ না করে রোর পোষাক কারখানার মালিক পক্ষ কারখানা লে-অফ ঘোষনা করেন। এতে শ্রমিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে  শ্রমিক ও মালিক পক্ষ বসে শ্রমিকদের বকেয়াসহ অন্যান্য ন্যায্য পাওনা মে মাসের ৪ থেকে ১১ তারিখ পরিশোধ করা সিন্দান্ত হয়। ১১ মে রবিবার শ্রমিকরা পাওনা টাকা নেয়ার জন্য কারখানা যান এবং বন্ধ দেখে ফিরে যান। ১২ মে সোমবার সকালে শ্রমিকরা পুনরায় রোর পোষাক কারখানায় যান। কারখানায় মালিক পক্ষকে না পেয়ে শ্রমিকরা সড়কের দুই পাশে দাড়িয়ে মানববন্ধন শুরু করে। এতে মালিক পক্ষের কোন সারা মেলেনি। পরে দুপুর ১২টার দিকে মহাসড়কের কাঠাঁলী পল্লিবিদ্যুতের সামনে মহাসড়ক অবরোধ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রসাশন,সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে আগামী ২৫ মে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার অশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে