মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান

ফুলবাড়ীতে ডিস লাইনে ডিজিটাল সেটআপ বক্স বাতিলের দাবি

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৫:২১ পিএম
ফুলবাড়ীতে ডিস লাইনে ডিজিটাল সেটআপ বক্স বাতিলের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ডিস লাইন গ্রাহকদের ডিস লাইনে সেটআপ বক্স না লাগানোসহ পূর্বের এনালগ লাইনের মাসিক সার্ভিস চার্জ সর্বোচ্চ ৭০ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ সোমবার (১২ মে) ফুলবাড়ী সচেতন নাগরিক ফোরামের ব্যানারে স্থানীয় নিমতলা মোড় নামক স্থানে সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মানববন্ধন কর্মসূচি চলাকালে ফুলবাড়ী সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বক্তব্য রাখেন, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব রাসেল পারভেজ, সংগঠনের মুখপাত্র মনতাজ আলী চৌধুরী, গ্রাহক মামুনুর রশিদ সোহেল রানা, রুবি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় ডিস লাইনের কর্ণধার জারজিস আহমেদ দীর্ঘ ৩০ বছর ধরে ডিস লাইনের ব্যবসা চালিয়ে আসছেন। গ্রাহকদের জিম্মি করে নিজ খেয়ালখুশি মতো গ্রাহকদের এনালগ লাইন বন্ধ করে ডিজিটাল সিস্টেমের নামে গ্রাহকদের ওপর সেটআপ বক্স চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। তার কারণে উপজেলার প্রায় এক লাখ মানুষ টেলিভিশন দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এতে অবাধ তথ্য প্রচার বাঁধাগ্রস্ত করেছেন। যা ভোক্ত অধিকার বহির্ভূক কর্মকান্ড। 

বক্তারা আরও বলেন, তিনিসহ তার সঙ্গে জড়িত ডিস ব্যবসায়ীরা ফুলবাড়ীর ডিসলাইন গ্রাহকদের জিম্মি করে নিজ খেয়ালখুশি মতো সেটআপ বক্সের দাম ২২০০ থেকে ২৫০০ টাকা নির্ধারণ করেছেন। বিগত সময়গুলোতেও এই ডিস লাইন ব্যবসায়ীরা এনালগ লাইনেও ইচ্ছেমতো মাসিক চার্জ ১৫০ থেকে ২০০ টাকা আদায় করেছেন। যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিগত সময়ে ডিস ব্যবসায়ী জারজিস আহমেদের ডিস লাইনের পার্টনার ছিলেন বিগত ফেসিষ্ট সরকারের সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমান ফিজার এর ছোটভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এজন্য সে সময় নিজ খেয়ালখুশি মতো তারা জনগণের কাছ থেকে টাকা আদায় করেছেন। 

তারা বলেন, ডিস লাইন গ্রাহকদের স্বাথে এনালগ পদ্ধতিতেই দ্রুত ডিস লাইন চালু করাসহ সেটআপ বক্স বাতিল করে মাসিক ডিস লাইনের চার্জ সর্বোচ্চ ৭০ টাকা নির্ধারণ করতে হবে। 

মানববন্ধন শেষে ফুলবাড়ী সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়। 

ফুলবাড়ী স্যার্ট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক সহকারী অধ্যাপক জারজিস আহমেদ বলেন, সরকার নির্ধারিত সার্ভিস চার্জ হিসেবে মাসিক ১৫০ টাকার মাধ্যমে গ্রাহকদের সেবা দেয়া হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের এনালগ ক্যাবল লাইনের ডিজিটাল বক্স বসানোর কাজ চলছে। সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আইনি জটিলতার মুখে পড়বে ব্যবসা।

আপনার জেলার সংবাদ পড়তে