দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকো’র চেক বিতরণ

এফএনএস (জি.এম.হিরু; দিনাজপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৬:৩৯ পিএম
দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকো’র চেক বিতরণ

গতকাল সোমবার ১২ মে দিনাজপুরে উত্তরাঞ্চলের  বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকো’র আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। দিনাজপুর প্রেসক্লাব (কালিতলা) মিলনায়তনে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বোরহান উদ্দীন শিক্ষার্থীদের মাঝে এই সহায়তার চেক প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আর্থিক অনুদানের চেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। তিনি আরো বলেন, তোমরা আজ যারা এই বৃত্তি পেলে, জীবনের পরবর্তী সময়ে অন্যদের সাহায্য করে তাদের এই ঋণ পরিশোধ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ হামিদুর রহমান সোহেল, সদর  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ফেরদৌস আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল । 

উল্লেখ্য যে, দিনাজপুর মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে