কালীগঞ্জে মা দিবসে শিক্ষার্থীদের হাতে উপহার

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৬:৪৫ পিএম
কালীগঞ্জে মা দিবসে শিক্ষার্থীদের হাতে উপহার

"মা দিবস"-এটি এক বিশেষ দিন,যা মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রকাশ। পৃথিবীর প্রতিটি প্রান্তে মায়েরা তাঁদের সন্তানদের জন্য অবিশ্বাস্য ত্যাগস্বীকার করেন এবং তাঁদের জীবন গড়তে সহায়তা করেন। তাই মা দিবস একটি সুযোগ,যখন আমরা মায়ের অবদানকে সম্মান জানাই। আর এই মা দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১ মে মা দিবসের দিন সরকারি ছুটি থাকায় পরের দিন ১২ মে স্কুলে সকাল ১০ টায় মা দিবস পালন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোছা.নুরজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর গ্রামের কৃতি সন্তান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্বায়ন অফিসের কর্মকর্তা সনির আহমেদ। এসময় যুবদল নেতা মিলন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। মা দিবসের অনুষ্ঠানে উপহার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছসিত। উক্ত অনুষ্ঠানে যোগ দিয়ে বিদ্যালয়টির ত্রতীয় শ্রেনীর বিদ্যালয়টির তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী আন্নি খাতুনের মা দিতি খাতুন বলেন,মায়ের নিয়েবিদ্যালযের এরকম আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে করে সন্তানরা মায়ের প্রতি দায়ত্ববোধশিখবে। নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.নুরজাহান বলেন,মা দিবস হলো একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সম্মানে আয়োজন করা হয়। আমরা প্রতিবছর স্কুলে দিবসটি পালন করে থাকি।এই স্কুলের প্রাক্তন ছাত্র মাহাবুবুর রহমান মিলন এবার আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছে। 

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মিলন বলেন, মাকে যথাযথ সম্মান দেওয়া,যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। প্রকৃত পক্ষে কোনো দিবস নয় মাকে ভালোবাসতে হবে প্রতিটি সময়েই। ছোট থেকে এই মানসিকতা কোমলমতি শিক্ষার্থীদের মনে গেথে থাক সে প্রত্যাশাই করি।

আপনার জেলার সংবাদ পড়তে