আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ পেশাজীবি সংগঠন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব হতে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী সংগঠনের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, সদর উপজেলার মো. শরিফুল ইসলাম, ডা. জাহিদ হোসেন, মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ আশাশুনি উপজেলার সহ সভাপতি মোঃ হাসান ইকবাল মামুন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইনামুল হক, ডাঃ আবু হেনা, বুধহাটা কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি এড. জাকির হায়দার সুমন, শিক্ষক মোঃ সেলিম হোসেন, বুধহাটা আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রুস্তম আলী প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।