নাটোরের সিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই সমাবেশের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিংড়া। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, কসমস এর নির্বাহী প্রধান মেহনাজ পারভীন প্রমূখ।