পেট্টাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৭:৩০ পিএম
পেট্টাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা

বেনাপোল সীমান্তের ওপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা সেক্টর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ভারতের পেট্টাপোল আইসিপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীনে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল দল অংশ নেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভায় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুপক্ষই সীমানে— প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান— পারাপার ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সম্মত হয়। সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসঙ্গে কাজ করার আশা করেন।