এক গ্রাম থেকে আরেক গ্রামে পানি নিয়ে ছুটে যাওয়া

বাঘায় ভিডিপি সদস্য সাগরকে দেওয়া হলো পুরুস্কার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ১০:৫৭ পিএম
বাঘায়  ভিডিপি সদস্য সাগরকে দেওয়া হলো পুরুস্কার
রাজশাহীর বাঘায় এক গ্রাম থেকে আরেক গ্রামে পানি নিয়ে ছুটে যাওয়া ভিডিপি সদস্য সাগর আলীকে দেওয়া হয়েছে পুরুস্কার। জেলা আনছার ভিডিপির পক্ষ থেকে এই পুরুস্কার দেওয়া হয়। তাকে সহযোগিতা করা অন্য তিনজন সদস্যকে দেওয়া হয়েছে পুরুস্কার।

জানা গেছে, উপজেলা ভিডিপির সদস্য ও আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের আসমত আলীর ছেলে সাগর আলী তার নিজস্ব ভ্যানে ভিডিপির ইউনিফরম পরে শুস্ক মৌসুমে প্রতিদিন এক হাজার লিটারের ট্রাংক নিয়ে এবং কর্মরত ভিডিপি সদস্য রাব্বি হোসেন, হাফিজা বেগম, দুলালি বেগমকে সাথে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে পানি সরবরাহ করে আসছেন।

এ ঘটনাটি যুগান্তর ও স্থানীয় সোনার দেশ পত্রিকায় ২৯ এপ্রিল সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ দেখে রাজশাহীর আনছার ভিডিপির রেঞ্জ কমান্ডার আশিষ কুমার ভট্রচার্য্যরে নজরে পড়ে। পরে তাদের ৩০ এপ্রিল অফিসে ডেকে পুরুস্কিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর আনছার ভিডিপির রেঞ্জ পরিচালক লুৎফর রহমান, রাজশাহীর আনছার ভিডিপির জেলা কমান্ডেন্ট আরিফ বীন জলিল, উপজেলা আনছার ভিডিপির কর্মকর্তা শাকিবুল মওলা, প্রশিক্ষক মাহফুজা খানম প্রমুখ।

অপর দিকে উপজেলা আনছার ভিডিপির অফিস থেকে এ কাজের স্বীকৃতি স্বরুপ চারজন ভিডিপি সদস্যকে ইউনিফরম দেওয়া হয়। এ বিষয়ে আড়ানী হামিদকুড়া গ্রামের মাজদার রহমান বলেন, আমার জানা মতে সাগর আলী কয়েক বছর থেকে গ্রামে গ্রামে পানি নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছেন। এ পানি গ্রামে অনেক মা বোনরা তার কাছে থেকে সংগ্রহ ব্যবহার করেন। এতে তারা উপকৃত হন। আমি নিজেও তার কাছে থেকে পানি নিয়েছি। এ বিষয়ে উপজেলা আনছার ভিডিপির সদস্য সাগর আলী বলেন, এলাকায় পানির সংকট দেখে আমি আড়ানী পৌর এলাকায় নিজ উদ্দ্যোগে পানি সরবরাহ করে আসছি। আমার নিজস্ব ভ্যান আছে, এই ভ্যানের উপর এক হাজার লিটারের একটি ট্রাংকে পানি ভরে আমার সাথে কর্মরত তিনজন বিডিপি সদস্যকে সাথে নিয়ে পানি সরবরাহ করছি। আমি প্রতিদিন তিন থেকে চার হাজার লিটার পানি সরবরাহ করি।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে