বাঘায় আম বাগানে থেকে পশু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী : | প্রকাশ: ১৪ মে, ২০২৫, ০৬:২১ পিএম
বাঘায় আম বাগানে থেকে পশু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামে এক পশু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের এক আমা বাগান থেকে এই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সাদেক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক হোসেন গরু ও ছাগল (পশু) ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। তাঁর দু’জন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আরিফপুর গ্রামের আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী। তার দুটি মেয়ে রয়েছে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। প্রথম স্ত্রী বাবার বাড়ীতে থাকেন। অপর দিকে সাদেক আলীর দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমকে নিয়ে উপজেলা চন্ডিপুর গ্রামে ঘর জামাই হিসেবে থাকেন। তবে সাদেক হোসেনের আরিফপুর গ্রামের নিজ বাড়ী পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই বাড়ির ৫০ মিটার পশ্চিমে মকবুলের আম বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানান। এ বিষয়ে দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম বলেন, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আর ফিরে আসেনি। রাত সাড়ে ১১টার দিকে জানতে পারি আম বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার খন্দকার আলাল উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করা হলে তার লাশ উদ্ধার করে। বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সৎ ভাই কামাল হোসেনের স্ত্রী চায়না বেগম ও বড় ছেলে বাসার আলীকে থানায় আনা হয়েছে।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে