শেরপুরে ৫ দফা দাবি আদায়ে নাগরিক মানববন্ধন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৫ মে, ২০২৫, ০৪:১৯ পিএম | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৪:১৯ পিএম
শেরপুরে ৫ দফা দাবি আদায়ে নাগরিক মানববন্ধন

উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের ৫ দফা দাবি আদায়ে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে এক নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলাচত্বর মোড় পর্যন্ত দীর্ঘ ৭ কি.মি. সড়ক জুড়ে এ নাগরিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় এ নাগরিক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সমাজসেবক ডালিয়া সামাদ রাজিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,আউয়াল চৌধুরী, অ্যাডভোকেট মুরাদুজ্জামান ,ফজলুল হক তারা, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম,,জামায়াত সভাপতি মো. হাফিজুর হমান, মাওলানা আব্দুল বাতেন, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মুকসিতুর  রহমান হীরা, ড্যাব নেতা ডা. মো, সুরুজ্জামান প্রমুখ। 

বক্তারা বলেন,সম্ভাবনাময় অঞ্চল হলেও উন্নয়ন সূচকে পিছিয়ে আছে শেরপুর জেলা। গত ১৭ বছর রাজনৈতিকভাবে শুধু আশ্বাসের মধ্যেই জেলাবাসী অপেক্ষা করেছে। জেলাবাসীর ন্যায্য দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেলপথ, কৃষি ও পর্যটন খাতের বিভিন্ন অবকাঠামো স্থাপনের ওপর জোর দিয়ে এবং তা বাস্তবায়নে বক্তারা বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান ।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ সভাপতি ও শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ,আইনজীবী, ব্যবসায়ী, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে