সেনবাগে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৫:১৭ পিএম
সেনবাগে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সেনবাগে বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে ওই বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, খাদ্য কর্মকর্তা আহম্মদ হোসেন মজুমদার, খাদ্য নিয়ন্ত্রক মামুদ আলম সহ কৃষক গন উপস্থিত ছিলেন।

এবছর কৃষকের নিকট থেকে প্রতি কেজী ধান ৩৬টাকা দরে, মন ১৪শত ৪০ টাকা করে ক্রয় করা হবে। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার ৪ শতকৃষক থেকে  এ মৌসুমে ৬শত ৩৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে । এর আগে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের জন্য উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মর্তারদের মাধ্যমে ৪’শর কৃষকের তালিকা প্রস্তুুত করা হয়। তালিকাকৃত কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে