বিজেএ’র পাট চাষী কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৫:৩৪ পিএম
বিজেএ’র পাট চাষী কর্মশালা অনুষ্ঠিত

মুক্তাগাছায় রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে  বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজেএ'র কার্যনির্বাহী কমিটির সদস্য মো: ইকবাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র,  বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ও কিশোরগঞ্জের প্রধাান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ইউনুছ আলী। এ সময় পাট বীজ  সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তঃপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ, পাট কর্তন ও উন্নত পদ্ধতিতে  পাট পচন, পাট ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে উন্নত পদ্ধতির প্রয়োগ গ্রেডিং ও সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিনা পারভীন, ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সিমু আক্তার, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানু, ময়মনসিংহের পাট উন্নয়ন কর্মকর্তা মো: আতাউর রহমান নোমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পাট পরিদর্শক হুমায়ুন কবীর খান, আরও উপস্থিত ছিলেন বিজেএ’র ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী  অফিসার (প্রশাসন) বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র হিসাব রক্ষক মো: নজরুল ইসলাম এবং সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তরণী চন্দ্র রায় প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে