লোহাগড়ায় শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৭:২৩ পিএম
লোহাগড়ায় শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জনে শিক্ষক -অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার  সকালে  হল রুমে  বিদ্যালয়ের এডহক কমিটির  নবনির্বাচিত সভাপতি এস,এ, সাইফুল্লাহ  মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত। সমাবেশ পরিচালনা করেন প্রধান শিক্ষক দীপংকর সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মোল্যা, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এস,এম শাহিন বিপ্লব, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক সমরেন্দ্রনাথ টিকাদার, সহকারী শিক্ষক মোঃ জুয়েল মুন্সী, রেশমা খানম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান প্রমুখ।  সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি  অভিভাবকদের এগিয়ে আসতে হবে। যে ছেলে মেয়েরা বিদ্যালয়ের উদ্দেশ্য বাড়ি থেকে বের হলো তারা আদৌও বিদ্যালয়ে পৌছালো কিনা তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তেমনি বিদ্যালয় চলাকালীন সময়বাদেও বাকিটা সময় সন্তান কিভাবে পার করছে তা অভিভাবকদেরই খেয়াল করতে হবে। সন্তানের পড়াশোনা কতটুকুন হচ্ছে তার খেয়াল দিতে হবে। সন্তান কে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে মায়ের ভূমিকাই বেশি। তাই মায়েদেরকে বেশি সচেতন হতে হবে। শিক্ষকদের সাথে অভিভাবকদের সম্পর্কের উন্নয়ন করতে হবে। তবেই ভালো কিছু পাওয়া যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে