ভবানীগঞ্জ কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ১২:১৯ পিএম
ভবানীগঞ্জ কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি মৌন মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাসের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ছাত্রদলের উপজেলা শাখার নেতা নাসির রহমান খান, সারোয়ার ইসলাম রাকিব, সাকিবুল ইসলাম, মুনাইম হোসেন। এছাড়াও উপজেলার বাগমারা, হাট গাঙ্গোপাড়া ও মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতিরা উপস্থিত ছিলেন। বক্তারা ঢাবির ছাত্রনেতার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। ছাত্রদল ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সংগঠনের প্রতিটি কর্মসূচি পালনে সচেষ্ট থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে