জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার এক পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ মে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের মাঝে এ ঘটনায় ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।