মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৪:২৯ পিএম
মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

আমি, মোঃ আবুল বাশার আজাদ (মাসুম তহশিলদার), পাড়েরহাট, উমেদপুর গ্রাম, ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর জেলার একজন নাগরিক হিসেবে, গত ১৫ মে বৃহস্পতিবার “২৪ ঘণ্টা বাংলাদেশ”নামক একটি অনলাইন সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে প্রকাশিত একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত সংবাদের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং আমার পারিবারিক পরিস্থিতি সম্পর্কে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র।

আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের কোনও প্রমাণ নেই। আমাদের পরিবার এ অঞ্চলে সমাজসেবামূলক, ধর্মপরায়ণ ও স্বনামধন্য পরিবার  হিসেবে পরিচিত। আমার বড় ভাই একজন জনপ্রতিনিধি তিনি পাড়েরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড  ইউপি সদস্য।

আমার দৃঢ় বিশ্বাস, পারিবারিক একটি বিরোধকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল অর্থের বিনিময়ে ভিত্তিহীন তথ্য সরবরাহ করে আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে।

আমি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে উক্ত মিথ্যা সংবাদটি সরিয়ে নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করুন। অন্যথায়, আমি আমার ও আমার পরিবারের মান-সম্মান রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।