ফুলবাড়ীয়ায় শর্টগান উদ্ধার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৫:০৪ পিএম
ফুলবাড়ীয়ায় শর্টগান উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের  বেতবাড়ী মাঝিরঘাট থানার পাড় উচ্চ বিদ্যালয় মাঠে বাউন্ডারির ভিতরে পূর্ব দক্ষিণ পাশে  বালুর উপরে থেকে পরিত্যক্ত শর্ট গা'ন উদ্ধার করেছে পুলিশ। শর্টগানের গায়ে বাংলাদেশ পুলিশ (বিপি) লেখা রয়েছে বলে জানা গেছে।  বৃহস্পতিবার (১৫ মে) বিকারের  দিকে শর্টগানটি উদ্ধার হয়।  বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান। 

পুলিশ ও এলাকাবাসী জানান, বেতবাড়ী  থানার পাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে বালুর  উপরে শর্টগানটি স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করার সময়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে   পুলিশকে খবর দেয়।  অফিসার ইনচার্জ মোহাম্মদ  রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি  টিম অ'স্ত্রটি উদ্ধার করে।

 এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ  রুকনুজানান জানান, শর্টগানটির গায়ে বাংলাদেশ পুলিশ (বিপি) লেখা রয়েছে। ধারনা করা হচ্ছে শর্টগানটি কোন থানা বা অন্য কোন স্থান থেকে লুট করা হয়েছিল। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছি।

জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এ সংক্রান্তে ফুলবাড়ীয়া থানায় একটি জিডি করা হয়েছে। যেখান থেকে শর্টগানটি লুট হয়েছিল সেখানে ফেরত দিব।  শর্টগান নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে