চরমোনাই পিরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাউফলে সর্বত্র আলোচনার ঝড় বইছে। বিষয়টি এখন টকঅব দ্যা বাউফলে পরিণত হয়েছে । সম্প্রতি ( বুধবার) মাওলানা নজরুল ইসলাম বাউফল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি পথ থেকে অব্যাহতি চেয়ে পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সম্পাদক বরাবর আবেদন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওলানা নজরুল ইসলামের সঙ্গে সংগঠনের বাউফল উপজেলা শাখার কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছে। তাই ক্ষোভে তিনি অব্যাহতি চেয়েছেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বাউফল সদর ইউনিয়নে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করে সামান্য ভোটে হেরেছেন। তার পদত্যাগে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে মাওলানা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখনই এ ব্যাপারে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাই না।