বেগমগঞ্জে অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ মে, ২০২৫, ০৭:১৬ পিএম
বেগমগঞ্জে অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চৌমুহনী কিসমত করিমপুর কবি নজরুল ইসলাম স্কুল এন্ড কলেজ হলরুমে রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ হাসান এর সভাপতিত্বে ও এসোসিয়েশন'র সদস্য সচিব নিউ ভিশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল হক, শিক্ষা সচিব মোঃ শামসুদ্দিন আহমেদ সজল,প্রচারও প্রকাশনা সম্পাদক শামীম নুর ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল এর প্রধান শিক্ষক বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে