গাঁজা গাছসহ চাষী আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৩:৩৪ পিএম
গাঁজা গাছসহ চাষী আটক

বাড়ির একটি বাগানে গাঁজা চাষের ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ চাষী আলতাফ লটিয়াকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও এলাকার।

আটক আলতাফ ছয়গাঁও গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি আফসার লটিয়ার ছেলে। হিজলা থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলতাফ লটিয়ার নিজস্ব বাগান থেকে গাঁজা গাছসহ তাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরে করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে