সেনবাগের উত্তর অজুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতার ২০২৫ এর পুরস্কার বিতরণ ও মা সমাবেশ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের সভাপতি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলী আজগরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষর নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তম ছাত্রী, এস, এফ গ্রুপে ভাইস চেয়ারম্যান ও সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আজীবন দাতা সদস্য, সৈয়দা সাজেদা রশীদ (শেলী)। প্রধান বক্তা ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সেনবাগ পৌরসভা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবি ব্যারিষ্টার ফাহমিদা আক্তার, সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আকতার হোসেন মজুমদার, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, সহকারী শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আহমেদ। বিদ্যালয়ের প্রাক্তম ছাত্র সমাজসেবক আলা উদ্দিন আলো, বিদ্যালয়েন প্রধান শিক্ষক রোকেয়া বেগম, বিদ্যালয়েন সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে অতিথিরা জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগীতায় উত্তর অজুনতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রতিযোগতার জন্য মনোনিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।