জাতীয়,ব্যাক্তিগত এবং বিশ্বমানবের সংকট উত্তরণের পাথেয় হিসেবে রবীন্দ্রনাথের দর্শন,তার চিন্তা ও তার সৃষ্টিকর্ম আজো প্রাসঙ্গিক,আজো জরুরি-এমন আলোচনার মধ্য দিয়ে পাবনার চাটমোহরের কুমারগাড়া ‘একান্তে’ একান্ত রবীন্দ্রপাঠ সংগঠনের আয়োজনে পালিত হলো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী।
গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলেন রবীন্দ্র গবেষক আব্দুর রশীদ।
গানে ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী পংকজ কুমার সরকার,এস এম মাসুদ রানা,লিটন শেখ। কবিতা পাঠ করেন আলমগীর মোহাম্মদ,বিপ্লব আচার্য্য,ডাঃ এস এম আতিকুল আলম প্রমুখ। রবীন্দ্র জন্মজয়ন্তীর এই পুরো অনুষ্ঠান ছিলো গান এবং কবিতা দিয়ে সাজানো।