নীলফামারীর সৈয়দপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৭ মে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামলে এ সময় হাজার হাজার নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য ভীর করে। পরে তাকে সৈয়দপুর ডাক বাংলো মোড়ে জেলা বিএনপির পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার।
ওই সভায় ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন বলেন,১৮ বছর পর দেশে ফিরলাম। মনে মনে ভেবেছিলাম আর মনে হয় দেশে ফেরা হবে না।কারণ ফ্যাসিস হাসিনা সরকার যেভাবে বিএনপিকে টুকরো টুকরো করে নিঃশেষ করতে চেয়েছিল সেটা আল্লাহর রহমতে করতে পারেনি।
আল্লাহ নিজ হাতে হাসিনা সরকারকে পতন করেছেন। আজ বিএনপি নয় আওয়ামীলীগ বিলুপ্ত হয়েছে। তিনি বলেন, জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে বিরোধী দলের নেতাদের নির্যাতন,হয়রানি, জেল,জুলুম,হত্যা,গুম করা হয়েছে তা আল্লাহ সহ্য করেনি। তাই ৫ আগস্টে চরম অপমানিত হয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে খুনি হাসিনাকে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ বিরল সন্মানে ভুষিত করেছে। তিনি আরো বলেন,বিএনপির হাতকে শক্তিশালী করুন আমি সৈয়দপুরের জন্য কিছু করবো।
এ সময় উপস্থিত ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রামানিক, এম এ পারভেজ লিটন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার,সাধারণ সম্পাদক শেখ বাবলুসহ অনেকে।