দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের প্রেমে মগ্ন হয়েছেন-এমনটাই গুঞ্জন বলিউড ও দক্ষিণ ভারতীয় গণমাধ্যম জুড়ে। এক সময়ের জনপ্রিয় দম্পতি সামান্থা ও নাগা চৈতন্যর সংসার ২০২১ সালে ভেঙে যায়। বিচ্ছেদের পর কঠিন সময় পার করেন সামান্থা। একদিকে মানসিক চাপ, অন্যদিকে ‘মায়োসিস’ নামক এক বিরল অসুস্থতা-সবকিছু মিলিয়ে জীবন ছিল বেশ ঝঞ্ঝাটপূর্ণ। তবে সব প্রতিকূলতা পেরিয়ে আজ আবারও নতুন আলোর সন্ধানে হাঁটছেন এই অভিনেত্রী।
নতুন প্রেমের খবরে সম্প্রতি সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন বলিউড ও ওটিটি প্ল্যাটফর্মের সফল পরিচালক রাজ নিদিমোরু। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’-র মতো সিরিজে একসাথে কাজ করতে গিয়েই তৈরি হয় তাদের ঘনিষ্ঠতা।
গত রোববার সামান্থা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়-একটি ফ্লাইটে রাজ নিদিমোরুর কাঁধে মাথা রেখে বসে আছেন তিনি। ছবিটি ছিল 'সুভম' সিনেমার শুটিংয়ের সময়কার। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই সেলফি। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন-"নতুন জীবনের শুরু হোক সুন্দরভাবে"।
সামান্থা ও রাজের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা যায়, তারা আপাতত বিয়ের পরিকল্পনায় যাচ্ছেন না। বরং তারা একসঙ্গে বসবাসের জন্য লিভ-ইন সম্পর্কে প্রবেশ করতে যাচ্ছেন এবং এর জন্য ইতিমধ্যে নতুন করে বাড়ি খোঁজাও শুরু করেছেন।
রাজ নিদিমোরুর সাবেক স্ত্রী শ্যামলী দে ছিলেন একজন সহ-পরিচালক ও চিত্রনাট্যকার। ২০১৫ সালে তারা বিয়ে করেন এবং ২০২২ সালে বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, সামান্থা ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাকী ছিলেন। নাগা পরবর্তীতে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন, যার সঙ্গে প্রেমের গুঞ্জনই ছিল তাদের বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ।
সামান্থা-রাজ সম্পর্কের গুঞ্জন ছড়ানোর পর রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে একটি ইঙ্গিতবহ পোস্টে রাজ ও সামান্থাকে আশীর্বাদ জানিয়ে লিখেছেন, "তোমাদের জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।" তবে সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্যের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাজ ও সামান্থা আবারও একসঙ্গে পর্দায় আসছেন ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিনেমায়। তাদের আগের দুটি প্রজেক্ট-‘সিটাডেল: হানি বানি’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান’-ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। একসাথে কাজ করতে করতে বন্ধুত্ব যে প্রেমে পরিণত হয়েছে, সে বিষয়টি যেন আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।