পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঢাকাই চলচ্চিত্রপাড়ায় জমে উঠেছে প্রস্তুতির ব্যস্ততা। এর মধ্যেই আলোচনার কেন্দ্রে মেগাস্টার শাকিব খান। গত শুক্রবার সকালে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। উদ্দেশ্য-আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শেষ ধাপের শুটিং।
এই সফরে শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী সাবিলা নূর, সিনেমার পরিচালক রায়হান রাফি এবং অন্যান্য টেকনিক্যাল ক্রু ও কলাকুশলীরা। শ্রীলঙ্কার বিভিন্ন মনোরম লোকেশনে ‘তাণ্ডব’ ছবির কয়েকটি গান এবং ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন হবে। জানা গেছে, এই অংশগুলোর মাধ্যমে সিনেমার মূল উত্তেজনা তৈরি হবে।
সিনেমাটির শুটিংয়ের অগ্রগতি সম্পর্কে প্রযোজনা সংস্থা সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ দৃশ্যায়ন শেষ। এর আগে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে।
প্রযোজক শাহরিয়ার শাকিলের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ আরও অনেকেই। এই ছবির মাধ্যমে দীর্ঘ এক যুগ পর বড়পর্দায় ফিরছে শাকিব-জয়া জুটি। এ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহের কমতি নেই।
‘তাণ্ডব’-এর গল্প গড়ে উঠেছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘিরে। সেই রাজনৈতিক, সামাজিক উত্তেজনার প্রেক্ষাপটে চরিত্রগুলোর জটিলতা ও দ্বন্দ্ব গড়ে তোলা হয়েছে। সিনেমার প্রথম পোস্টার বা ‘ফার্স্টলুক’ প্রকাশের পর থেকেই শাকিবের নতুন লুক নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। ভক্তরা বলছেন, শাকিব খান যেন এবার রীতিমতো কোনো সুপারহিরো অবতারে হাজির হয়েছেন।
এদিকে, এই সিনেমা দিয়ে আবারও এক হলেন নির্মাতা রায়হান রাফি ও শাকিব খান, যাঁদের আগের ছবি ‘তুফান’ পেয়েছিল বিপুল দর্শকপ্রিয়তা। জয়া আহসান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “শাকিবের কাজের প্রতি নিষ্ঠা এখন আরও বেড়েছে। চরিত্রের ভেতরে ঢ়ুকে কাজ করেন, যা সত্যিই প্রশংসনীয়।”
তবে সিনেমাটি এই ঈদে মুক্তি পাবে কি না, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। শুটিং শেষ করে দ্রুত সম্পাদনার কাজ শেষ করতে পারলে ‘তাণ্ডব’ ঈদেই হলে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এখন শুধু সময়ের অপেক্ষা-কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত ‘তাণ্ডব’, আর কতটা কাঁপাবে প্রেক্ষাগৃহ!