আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদে কলম বিরতি শুরু

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০২:২৮ পিএম
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদে কলম বিরতি শুরু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল করার দাবিতে বেনাপোল কাস্টম হাউসে চতুর্থ দিনের কলমবিরতি কর্মসূচি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৮ মে) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন— ছয় ঘণ্টা চলবে এ কলমবিরতি। 

এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও ১৭ মে কলম বিরতি কর্মসূচি পালন করেন বেনাপোল কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারীরা। তিন দিনের কলম বিরতির শেষদিন ছিল শনিবার (১৭ মে)। 

তবে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল না করায় শনিবার (১৭ মে) বিকেলে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে ফের রোববার (১৮ মে) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন— কলম বিরতির ঘোষণা দেন উপ-কর কমিশনার নিপুন চাকমা। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, কলমবিরতিতে স্থবির হয়ে পড়েছে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে রাজস্ব আদায় ও সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস বন্ধ রয়েছে। তিনি আরও জানান, সকাল থেকে ভারত থেকে কোন পণ্য চালান বেনাপোল বন্দরের প্রবেশ করেনি।

বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা আব্দুস সামাদ জানান, আমরা চতুর্থ দিনের কলমবিরতি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন— আমাদের এই কর্মসূচি চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে