পাবনার চাটমোহর গলায় ফাঁস নিয়ে এক কলেজছাত্রী ও এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের মজনুর রহমানের মেয়ে ও চাটমোহর সরকারি কলেজের ছাত্রী কল্পনা খাতুন (১৮) বাবা-মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এদিকে গতকাল শনিবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা উত্তরপাড়া গ্রাম থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুলছাত্র আলী হোসেন (১৬) ছাইকোলা উত্তরপাড়া গ্রামের ছানাউল ইসলামের ছেলে ও ছাইকোলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ছিল। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় আলী হোসেন নিজ শোবার ঘরের আড়ার সাথে মাফলার পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলাম বিষয় দুটি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।