বাউফলে মাদক সহ গ্রেপ্তার ২

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ১৮ মে, ২০২৫, ০৪:৫০ পিএম | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৪:৫০ পিএম
বাউফলে মাদক সহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ভুলু মালাকার (৩৫) ও জিসান হাওলাদার (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার কনকিদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৩০০ গ্রাম গাঁজা ও ১২পিচ ইয়াবা।

জিসান হাওলাদার একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তারা এলাকার চিহ্নত মাদক কারবারী। এদের বিরুদ্ধে ৩টি মাদক মালমাসহ অন্তত ৫টি মামলা চলমান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গোপন সুত্রে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও মোহাম্মদ শাহবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ কনকদিয়া গ্রামে অভিযান চালায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে