শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান শাকিল,উপজেলা কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ,বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল হোসেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।